আমেরিকা

তাইওয়ানকে টিকা দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র

তাইওয়ানকে পঁচাত্তর হাজার ডোজ করোনার টিকা দিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব ব্যাপী টিকা বিতরণ কর্মসূচির আওতায় তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই টিকা পাবে। রবিবার (৬ জুন) সিনেটর ট্যামি ডাকওর্থ এই ঘোষণা দিয়ে জানান, দ্বীপ দেশটি যেনো করোনা মহামারি সামলে উঠতে পারে, সেজন্য এই সহায়তা দেওয়া হচ্ছে। অন্যান্য অনেক দেশের মতোই করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাইওয়ান। দেশটিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও টিকা দেওয়ার হার খুবই কম। ২৩ দশমিক ৫ মিলিয়ন জনসংখ্যার মধ্যে মাত্র ৩ শতাংশ বাসিন্দাকে টিকা দেওয়া হয়েছে। ট্যামি ডাকওর্থ বলেন, 'তাইওয়ানকে আমরা টিকা সহায়তার প্রথম ধাপে রেখেছি। এর কারণ আমরা তাদের জরুরি প্রয়োজনকে গুরুত্ব দিচ্ছি এবং দুই দেশের মধ্যকার সম্পর্ককে গুরুত্ব দিচ্ছি। তবে তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের তৈরি কোন টিকাটি দেওয়া হবে, সেটি এখনো জানানো হয়নি। তাইওয়ান এর হেলথ মিনিস্টার চেন শি-চুং বলেন, ঠিক কোন প্রতিষ্ঠানের টিকা আমরা পাবো, তা জানতে উৎসুক হয়ে আছি আমরা। এর আগে জাপান তাইওয়ানকে সহায়তা স্বরূপ ১ দশমিক ২৪ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদান করেছে৷ এলএবাংলাটাইমস/ওএম