আমেরিকা

জরুরি অবতরণে বাধ্য হলো 'হ্যারিস'বাহী বিমান!

প্রথম আন্তর্জাতিক সফর হিসেবে গুয়াতেমালার উদ্দেশ্য বিমানযোগে রওনা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তবে উড্ডয়নের কিছুক্ষন পরেই জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ওয়াশিংটনের জয়েন্ট বেইজ অ্যান্ড্রুস থেকে উড্ডয়নের পরপরই আবার অবতরণ করে বিমানটি। বিমান থেকে নেমে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আমি ভাল আছি। আমরা সবাই প্রার্থনা করছিলাম। এখন ভাল আছি'। তবে এরপর বিমান পরিবর্তন করে রবিবার (৬ জুন) সকালে গুয়াতেমালায় পৌঁছান কামালা হ্যারিস। তাঁর মুখপাত্র সায়মন স্যান্ডার্স বলেন, 'তেমন কোনো দেরি ছাড়াই কামালা হ্যারিস কাঙখিত গন্তব্যে পৌঁছান'। জানা যায়, উড্ডয়নের পর ক্রু'রা দেখতে পায় যে ল্যান্ডিং গিয়ারে কোনো ত্রুটি রয়েছে। যা পরবর্তীতে অন্য যান্ত্রিক ত্রুটিতে রূপ নিতে পারে। যদিও তেমন জরুরি সৃষ্টি হয়নি তখন, তবে সতর্কতাস্বরূপ আগেই ঘাঁটিতে অবতরণ করে বিমানটি। এই সপ্তাহে হ্যারিস গুয়াতেমালা ও ম্যাক্সিকো সফর করবেন। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সীমান্তে এই দুই দেশ থেকে আসা অবৈধ অভিবাসী বিষয়েও আলোচনা করবেন তিনি। এলএবাংলাটাইমস/ওএম