আমেরিকা

আলঝেইমারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আলঝেইমারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ২০ বছর পর নতুন ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ওষুধটির নাম এডুকেনুম্যাব। সোমবার (৭ জুন) ওষুধটির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে যুক্তরাজ্যেও এটি অনুমোদন পেতে পারে। নতুন ওই ওষুধ রোগের প্রকৃত উৎস সারতে সাহায্য করে। আগের ওষুধগুলো কিছুটা উপসর্গের জন্য কাজ করতো। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই অনুমোদন দিয়েছে।  তবে বিজ্ঞানীরা এর ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে সন্তুষ্ট না হওয়ায় এর অনুমোদন নিয়ে বিতর্কও রয়েছে। এই অনিশ্চয়তার কারণে ওষুধটির অনুমোদন দেওয়া নিয়ে বিতর্ক থাকার কথা স্বীকার করেন এফডিএ। পরীক্ষায় দেখা গেছে, আলঝেইমারে আক্রান্ত রোগীদের মস্তিষ্কের কোষে বেটা–অ্যামিলয়েড নামের একটি প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় এডুহেম। একটি তত্ত্বে জানা যায়, কারও কারও ক্ষেত্রে বয়স বাড়লে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এ প্রোটিনের উপস্থিতি মাত্রাতিরিক্ত বেড়ে যায়। ফলে আলঝেইমার দেখা দেয়। এলএবাংলাটাইমস/ওএম