আমেরিকা

'যুক্তরাষ্ট্রে আসবেন না', গুয়াতেমালায় হ্যারিস

অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টা না করতে গুয়াতেমালাবাসীদের প্রতি আর্জি জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এটিই প্রথম বিদেশ সফর কামালা হ্যারিসের। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসী সংকট মোকাবিলায় গুয়াতেমালা এবং ম্যাক্সিকো সফরে রয়েছেন তিনি। কামালা হ্যারিস তাঁর বক্তৃতায় বলেন, 'দক্ষিণ সীমান্ত খুবই ভয়াবহ একটি পথ। এটি শুধু পাচারকারীদের জন্য লাভজনক, আপনারা দয়া করে অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করা থেকে বিরত থাকুন'। কামালা হ্যারিস বলেন, 'যারা অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করতে চাইবে, তাদের আবার সীমান্তের এপাড়ে ফেরত পাঠানো হবে'। দক্ষিণ সীমান্তে অভিবাসীর ঢল ও সংকট মোকাবিলা করতে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তেই বক্তব্যের সময় কামালা হ্যারিসের পাশেই ছিলেন। কামালা হ্যারিস বলেন, 'যুক্তরাষ্ট্রে দয়া করে আসবেন না। দেশের সীমান্ত সুরক্ষায় আমরা আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করেছি'। একই সাথে এই 'দীর্ঘমেয়াদী সমস্যা' সংকট নিরসনে গুয়াতেমালা এবং যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করবে বলেও জানান কামালা হ্যারিস। এলএবাংলাটাইমস/ওএম