আমেরিকা

বিটকয়েন স্রেফ প্রতারণার মাধ্যম: ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ক্রিপ্টো কারেন্সি বিটকয়েনকে 'স্ক্যাম' বা প্রতারণার মাধ্যম বলে আখ্যা দিয়েছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিটকয়েন স্রেফ প্রতারণার মাধ্যম। বিটকয়েন যুক্তরাষ্ট্রের ডলারের উপর বিরূপ প্রভাব ফেলছে। তিনি বলেন, 'বিটকয়েন, এটিকে শুধু প্রতারণা বলেই মনে করি। আমি এটি পছন্দ করি না। কারণ এটি ডলারের বিরুদ্ধে কাজ করছে'। সম্প্রতি এল সেলভেদোরে ক্রিপ্টো কারেন্সি বৈধ বলে ঘোষণা আসা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন। গত মাস মাস থেকেই বিটকয়েনের দাম একটানা কমে এসেছে। এখন পর্যন্ত এটি আর আগের মূল্যে ফেরত যায়নি। সম্প্রতি চীন ব্যাংক ও অন্যান্য পেমেন্ট ফার্মে ক্রিপ্টো কারেন্সি গ্রহণ নিষিদ্ধ করার ঘোষণা দেয়৷ এছাড়া যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা বিটকয়েনের মাধ্যমে গাড়ি বিক্রয় করবে না বলেও ঘোষণা দেয়। এরপরেই বিটকয়েনের দাম কমতির দিকে। এলএবাংলাটাইমস/ওএম