আমেরিকা

ইন্টারনেট বিভ্রাটের কবলে গণমাধ্যমসহ সরকারি সাইট

বিশ্বব্যাপী ইন্টারনেট বিভ্রাটের কবলে পড়েছে নিউ ইয়র্ক টাইমস, সিএনএনের মতো গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট।এই তালিকায় যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটও রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড কম্পিউটিং সার্ভিস ফাস্টলির গ্রাহকেরাই মূলত এই বিভ্রাটের কবলে পড়ে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেশকিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। মঙ্গলবার (৮ জুন) সকাল থেকে বিভ্রাটের সৃষ্টি হয়। ফাস্টলির যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যার শুরু বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। ফাস্টলি তাদের ওয়েবসাইটে জানায়, সমস্যাটির সমাধানে তদন্ত চলছে৷ খুব সম্ভবত সিডিএন সার্ভিস এর সমস্যা হয়েছে। এছাড়া অ্যামাজনের ওয়েবসাইটও বেশকিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে এই বিষয়ে অ্যামাজন কিছু জানায়নি। ইন্টারনেট বিভ্রাট রিপোর্টিং ওয়েবসাইটের সূত্রমতে, ২১ হাজার রেডিট গ্রাহক বিভ্রাটের রিপোর্ট দিয়েছে। অপরদিকে দুই হাজার গ্রাহক অ্যামাজনের রিপোর্ট দেয়। বন্ধ হয়ে যাওয়ার গণমাধ্যমের মধ্যে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য ফিনান্সিয়াল টাইমস ও ব্লুমবার্গ নিউজের ওয়েবসাইট রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম