আমেরিকা

ব্যবসার জন্য নতুন গ্রান্ট আনছে এসবিএ

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসার জন্য টার্গেটেড গ্রান্ট নিয়ে আসছে দ্য স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসবিএ)। খুব শীঘ্রই এই বিষয়ে ঘোষণা আসবে। এই গ্রান্টের বাজেট ২৫ বিলিয়ন। এটিকে বলা হচ্ছে টার্গেটেড ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন অ্যাডভান্স গ্রান্ট। এসবিএর অ্যাডমিনিস্ট্রেটর ইসাবেল গুযম্যান এক সাক্ষাৎকারে বলেন, এই প্রোগ্রামের নাটকীয় বর্ধিত অর্থ এই মাসের শেষে আসতে পারে। যেসব ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে ইআইডিএলের জন্য আবেদব করেছে, তারাই টার্গেটেড ইআইডিএল অ্যাডভান্স ও দ্য সাপ্লিমেন্টাল অ্যাডভান্স পাবেন। ইতোমধ্যে ডিসেম্বর ২৭ এর আগে যেসব প্রতিষ্ঠান গ্রান্টের আবেদন করেছিল, তাদের মধ্য থেকে ৫০ হাজার প্রতিষ্ঠানকে ই-মেইল করেছে এসবিএ। খুব শীঘ্র যেসব প্রতিষ্ঠান গ্রান্ট পাওয়ার যোগ্য, তাদের সবাইকেই সুযোগ দেওয়া হবে। এলএবাংলাটাইমস/ওএম