আমেরিকা

ব্রিটেন-রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে বাইডেনের প্রথম সফর

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ব্রিটেন ও রাশিয়ার সাথে হারানো সুসম্পর্ক পুনরুদ্ধারে সফর শুরু করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আটদিনের সফরে বুধবার (৯ জুন) ব্রিটেনে রওনা করেছেন জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটিই বাইডেনের প্রথম বিদেশ সফর। মূলত ব্রিটেনের সাথে ট্রান্স-আটলান্টিক বন্ধন দৃঢ় করতে এবং রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধারে এই সফর করছেন জো বাইডেন। তবে এর আগে জি-৭ সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য সফরটি সক্ষমতার বড় পরীক্ষা। বিশ্বের বড় পরাশক্তি দেশগুলোর সাথে হারানো সম্পর্ক পুনরুদ্ধারে জো বাইডেনের ভূমিকা কী হবে, সেটি নিশ্চিত হবে সফরের মাধ্যমে। ট্রাম্পের আমলে ছিন্ন ব্যবসায়িক সম্পর্ক এবং বিভিন্ন চুক্তি পুনরায় স্থাপন করতে চেষ্টা করবেন বাইডেন। ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জো বাইডেন সাংবাদিকদের বলেন, 'আমার লক্ষ্য মিত্র শক্তি বৃদ্ধি। ইউরোপ ও আমেরিকা যে শক্ত বন্ধনে আছে সেটি পুতিনকে বুঝানো'। আগামী ১৬ জুন জেনেভা সামিটে ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন জো বাইডেন। সেখানে সম্প্রতি রাশিয়ার হ্যাকারদের দ্বারা যুক্তরাষ্ট্রে সাইবার হামলা, ইউক্রেনের প্রতি আগ্রাসন এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবেন তাঁরা। প্রথমে জো বাইডেন জি-৭ সম্মেলনে যোগ দিতে কর্নওয়ালের সমুদ্রতীরবর্তী গ্রাম সেন্ট লিভসে যাত্রা থামাবেন। সেখানে টিকা বানিজ্য এবং কূটনৈতিক পদক্ষেপ, পরিবেশ দূষণ, উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে আলোচনা করা হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশকে ভ্যাকসিন প্রদানে বাইডেনের উপর চাপ আসতে পারে। এর আগে জো বাইডেন বিশ্বের বিভিন্ন দেশকে ২০ মিলিয়ন ডোজ টিকা সাহায্য দেওয়ার কথা জানান৷ বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে আলোচনায় বসবেন বাইডেন। ব্রেক্সিটের পর ব্রিটেনের সাথে 'স্পেশাল রিলেশন' স্থাপনের চেষ্টা চালাবেন বাইডেন। তিনদিনের সম্মেলনের পর জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন উইন্ডসোর ক্যাসেলে ব্রিটেনের কুইন এলিজাবেথের সাথে সাক্ষাৎ করবেন। এর আগে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের সিনেটর থাকা অবস্থায় কুইন এলিজাবেথের সাথে শেষবার সাক্ষাৎ করেন জো বাইডেন। এরপর বাইডেন ব্রাসেলসে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে সাক্ষাৎ করতে রওনা হবেন। সেখানে রাশিয়া ও চীনসহ অন্যান্য ইস্যু নিয়ে কথা বলবেন তিনি। সর্বশেষ জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসবেন জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের সুসম্পর্ক থাকলেও বাইডেন চাইবেন পুতিনের সাথে নিজের সম্পর্ক ঝালাই করে নিতে। এলএবাংলাটাইমস/ওএম