আমেরিকা

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম ফেডারেল বিচারক নিয়োগ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলমান ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রাপ্ত বিচারকের নাম জাহিদ কুরাইশি। এর আগে ফেডারেল বিচারক হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন জাহিদ কুরাইশির নাম প্রস্তাবনা করেন।বৃহস্পতিবার (১০ জুন) হাউজ অব সিনেট প্রস্তাবনা পাশ করেন। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউজ অব সিনেটে জাহিদের মনোনয়ন ৮১-১৬ ভোটে অনুমোদন পায়। সিনেট সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক দলের নেতা চাক শুমার বলেন, যুক্তরাষ্ট্রে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল বেঞ্চে কখনোই কোনো মুসলমান বিচারক ছিলেন না। যুক্তরাষ্ট্রে জনতাত্ত্বিক বৈচিত্র্যের পাশাপাশি পেশার ক্ষেত্রেও বৈচিত্র্য বাড়াতে হবে। জাহিদ কুরাইশি পাকিস্তানি বংশোদ্ভূত। ২০১৯ সালে নিউ জার্সি অঙ্গরাজ্যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান তিনি। এখন তিনি নিউ জার্সির ফেডারেল বেঞ্চে বিচারক হিসেবে নিয়োগ পেলেন। নিউ জার্সি থেকে এই প্রথম কোনো এশীয় বংশোদ্ভূত ব্যক্তি ফেডারেল কোর্টের বিচারক হলেন। জাহিদ নিউ জার্সির বিখ্যাত রাটগার্টস ইউনিভার্সিটিতে আইনে পড়াশোনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী প্রধান কাউন্সেলর হিসেবে। এ ছাড়া মার্কিন সেনাবাহিনীর কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। এলএবাংলাটাইমস/ওএম