ম্যাক্সিকোর সাথে টেক্সাসের সীমান্তে দেয়াল নির্মাণ করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।
টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, অবৈধ অভিবাসী ঠেকাতে দেয়াল নির্মাণ করা ছাড়া বিকল্প নেই।
গ্রেগ অ্যাবট জানান, রাজ্যের বাজেট থেকে সীমান্ত সুরক্ষা করতে ১ বিলিয়ন ডলার অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, 'রাষ্ট্রের দায়িত্ব হলেও অবৈধ অভিবাসী ঠেকাতে ব্যর্থ প্রশাসন। সেক্ষেত্রে আমরা অলস ভাবে বসে থাকতে পারি না'।
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে ডেমোক্রেট জো বাইডেনের অন্যতম অঙ্গীকার ছিলো সীমান্ত দেয়াল নির্মাণ বন্ধ করা।
ফেব্রুয়ারি মাসে এক নির্বাহী আদেশের মাধ্যমে জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে শুরু হওয়া দেয়ালের কাজ নির্মাণ বন্ধ করেন। সেই সাথে এই খাতে আরো কোনো অর্থ খরচ না করার কথা জানান বাইডেন।
তবে জো বাইডেনের জারি করা এই নির্বাহী আদেশ আইনী বাধার মুখোমুখি হবে।
টেক্সাসের গভর্নরের এই ঘোষণার বিরোধীতা করেন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস অব টেক্সাস। এক বিবৃতিতে বলা হয়, 'গ্রেগ অ্যাবট নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে অভিবাসী ইস্যুর আশ্রয় নিচ্ছেন'।
যুক্তরাষ্ট্র-ম্যাক্সিকোর দক্ষিণ সীমান্তে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসী আগমণের নতুন রেকর্ড হয়েছে। আর বিশাল সংখ্যক অবৈধ অভিবাসীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। সীমান্তে সৃষ্টি হয়েছে মানবিক সংকট।
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানায়, শুধুমাত্র মে মাসেই সীমান্ত থেকে ১ লাখ ৮০ হাজার ৩৪ জন অভিবাসী আটক করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ একক প্রাপ্তবয়স্ক ব্যক্তি।
এর আগে এপ্রিল মাসে আটক হয়েছিলো ১ লাখ ৭৮ হাজার ৮৮৫ জন। আর মার্চে আটক করা হয়েছিলো ১ লাখ ৭২ হাজার অবৈধ অভিবাসীকে৷
২০০০ সালের পর সেন্ট্রাল আমেরিকার বাইরে থেকে এতো বিশাল সংখ্যক অভিবাসীর ঢল কখনো দেখা যায়নি। ইকুয়েডর, ভেনেজুয়েলা, কিউবা, হাইতিসহ বেশকিছু আফ্রিকার দেশ থেকে এসব অভিবাসীরা আসছেন।
তবে সীমান্তে অভিভাবহীন শিশুদের সংখ্যা আগের মাসের থেকে কমেছে। সিপিবির হিসাব মতে, এপ্রিল মাসে আটক শিশুর সংখ্যা ছিলো ১৩ হাজার ৯৪০ জন। মে মাসে আটক শিশুর সংখ্যা হলো ১০ হাজার ৭৬৫ জন।
সিপিবি জানায়, মে মাসে আটকদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৩০২ জন অভিবাসী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আমলে টাইটেল ৪২ এর অধীনে বিতাড়িত হয়েছেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন টাইটেল ৪২ বহাল রেখেছেন।
এলএবাংলাটাইমস/ওএম