জি-৭ সম্মেলনের জন্য ব্রিটেনে অবস্থান করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্মেলনের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে একান্ত আলোচনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
আলোচনার আগে দুই দেশের শীর্ষ নেতা একজন আরেকজনের সাথে প্রীতি উপহার বিনিময় করেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বরিস জনসনকে উপহার দিয়েছেন একটি হাতে তৈরি বাইসাইকেল। ব্রিটেনের পতাকা আঁকা সাইকেলটি ফিলাডেলফিয়ার ছোট এক কারখানার তৈরি৷
কারখানাটি এমন বাইসাইকেল তৈরি করতে এক বছরের উপর সময় নেয়। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর জন্য তারা বাইসাইকেলটি তৈরি করে কয়েকদিনে।
বরিস জনসনকে প্রায়ই ব্রিটেনের রাস্তায় সাইকেল চালানো অবস্থায় দেখা যায়।
বরিসকে যে সাইকেলটি উপহার দেওয়া হয়েছে, এর নাম বিলেনকি সাইকেল ওয়ার্কস। সেখানে মাত্র চার কর্মী কাজ করে। এমনিতে একটি বাইসাইকেল তৈরি করতে তারা অন্তত ১৮ মাস সময় নেয়।
জানা গেছে, গত ২৩ মে বিলেনকি সাইকেল ওয়ার্কস এর মালিকের সাথে সাইকেল এবং ম্যাচিং হেলমেট বানিয়ে দিতে চুক্তি করে ইউএস স্টেট ডিপার্টমেন্ট।
সাইকেলটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০০ ডলার। এটি এই প্রতিষ্ঠানের তৈরি তৃতীয় নিম্ন নির্ধারিত মূল্য।
প্রতিষ্ঠানের মালিক জানান, 'কোম্পানির প্রচারের স্বার্থে' তারা সাইকেলটি বানিয়ে দিয়েছেন। এবং প্রত্যাশা অনুযায়ী সাড়াও পেয়েছেন।
এদিকে, বরিস জনসন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার হিসেবে দিয়েছেন একটি বাঁধাই করা ছবি। ছবিটি যুক্তরাষ্ট্রের দাসত্ব মুক্তির নেতা ফ্রেডরিখ ডগলাসের৷ ১৯ শতকে বিলোপকারী আন্দোলনের বড় নেতা হয়ে উঠেন ডগলাস।
এলএবাংলাটাইমস/ওএম