যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন অন্যতম আলোচনার বিষয়- কবে নাগাদ পাশ হতে পারে চতুর্থ নাগরিক প্রণোদনা প্যাকেজ। এর আগে করোনা মহামারি চলাকালীন সময়ে তিনটি নাগরিক প্রণোদনা পান মার্কিনীরা।
প্রথম স্টিমুলাস প্যাকেজে ১২০০ ডলার, দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজে ৬০০ ডলার ও তৃতীয় স্টিমুলাস প্যাকেজে ১৪০০ ডলার করে পেয়েছেন অধিকাংশ মার্কিনী।
ঠিক এই মুহুর্তে চতুর্থ নাগরিক প্রণোদনা প্যাকেজ নিয়ে ভাবছেন না মার্কিন আইনপ্রণেতারা। তবে ওয়াশিংটন ডিসিতে এক দল আইনপ্রণেতা চতুর্থ নাগরিক প্রণোদনা পাশের বিষয়টি গতিশীল করতে চাইছেন।
করোনায় বিপর্যস্ত পরিবারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চতুর্থ নাগরিক প্রণোদনা পাশ করাতে আহবান জানানো হয়েছে৷
গত মার্চে রাজনীতিবিদদের একটি দল প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চতুর্থ নাগরিক প্রণোদনা পাশ করাতে আনুষ্ঠানিক আহবান জানান। এর পরে মে মাসে দ্য হাউজ ওয়েজ অ্যান্ড মিনস কমিটি আবার একই আহবান জানান।
একই সাথে চতুর্থ নাগরিক প্রণোদনা পাশের সময় দারিদ্র্য দূরীকরণে বাড়তি ১২ মিলিয়ন ডলার অর্থ যোগ করতে আহবান জানান তাঁরা।
হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট জো বাইডেন রাজনীতিবিদদের আহবানে সাড়া দিবেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেন, 'জো বাইডেন যে কোনো পরামর্শ গ্রহণে প্রস্তুত আছেন'।
জেন সাকি বলেন, 'করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রেসিডেন্ট জো বাইডেন যেকোনো ধরণের পরামর্শ ও পরিকল্পনা শুনতে রাজি আছেন'।
তবে এখন পর্যন্ত জানা গেছে, চতুর্থ স্টিমুলাস চ্যাক পাশের থেকে প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান ফ্যামিলি প্ল্যান ও আমেরিকান জবস প্ল্যান বাজেট পাশ করাতে বেশি আগ্রহী।
চতুর্থ নাগরিক প্রণোদনা প্যাকেজ ঠিক কবে নাগাদ পাশ হতে পারে, এটির সুনির্দিষ্ট তথ্য এখনই সঠিক করে বলা সম্ভব নয়। বাইডেন প্রশাসনে এই বিষয়ে আইন পাশ করার কোনো কার্যক্রম শুরু হয়নি।
তবে যদি প্রেসিডেন্ট জো বাইডেন চতুর্থ নাগরিক প্রণোদনা প্যাকেজ পাশ করাতে সম্মত হোন, তবে সেটি দ্রুতই হাউজ অব সিনেটে পাশ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম