রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
আগামী সপ্তাহের মিটিং শেষে প্রেসিডেন্ট জো বাইডেন একক সংবাদ সম্মেলনে অংশ নেবে বলে জানায় হোয়াইট হাউজ সূত্র।
বাইডেন ও পুতিন আগামী বুধবার জেনেভায় বৈঠক করবেন। বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানেরর উপর র্যানসমওয়ার হামলা, ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর আগ্রাসন, ভিন্ন মতাদর্শের ব্যক্তির কারাগারে প্রেরণ ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করবেন পুতিনের সাথে৷ মূলত এই বিষয়গুলোই দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, জো বাইডেনের সাথে পুতিনের বুধবারের আলোচনা বেশ সোজাসাপ্টা ও স্পষ্ট হতে যাচ্ছে।
তবে কর্মকর্তারা বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কি আলোচনা হয়েছে তা বুঝতে হলে একক সংবাদ সম্মেলন প্রয়োজন। মুক্ত গণমাধ্যমের কাছে মিটিং এর প্রাপ্তি এবং অপ্রান্তি নিয়ে খোলাখুলি কথা বলা যাবে'।
হোয়াইট হাউজ সূত্র জানায়, বৈঠকটি কার্যকর এবং অল্প সময়ের মধ্যেই শেষ হবে। এর বেশি কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ওয়াশিংটন বেশ কয়েক সপ্তাহ ধরেই মস্কোর সাথে ইতিবাচক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে চাইছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের সুসম্পর্ক থাকলেও বাইডেন চাইবেন পুতিনের সাথে নিজের সম্পর্ক ঝালাই করে নিতে।
এলএবাংলাটাইমস/ওএম