আমেরিকা

ন্যাটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে বাইডেন

ন্যাটো সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এসে পৌঁছেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (১৩ জুন) দুইদিনের সফরে ন্যাটো মিলিটারি অ্যালাইন্স ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক করতে ব্রাসেলসে গেছেন জো বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় বসার পর প্রথম বিদেশ সফর করছেন। এর আগে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন, জি-সেভেন সামিটে যোগ দেন এবং ব্রিটেনের রাণী কুইন এলিজাবেথের সাথে সাক্ষাৎ করেন। ন্যাটো সম্মেলনে যোগ দিতে আটাশটি দেশের বিশ্ব মোড়ল ব্রাসেলসে আসছেন। নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। সোমবার বিকেলে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর এক যৌথ বিবৃতিতে যোগ দেন সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতারা। ন্যাটো সম্মেলনে বিশ্ব নেতারা মহাকাশ, সাইবার স্পেস ও চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা করবেন। ন্যাটোর চূড়ান্ত বৈঠক শেষ হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে সাক্ষাৎ করবেন। আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটির সুরক্ষায় তুরস্ক সেনা নিয়োজিত করার বিষয়ে আলোচনা করবেন এই দুই নেতা। তবে কোনো আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলন করবেন না বাইডেন। সেদিন বিকেলে পুতিনের সাথে আলোচনা করতে জেনেভায় রওনা দিবেন তিনি। এলএবাংলাটাইমস/ওএম