বিশ্বের ১১৩টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে কুকুর আমদানি করতে নিষেধাজ্ঞা জারি করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
জলাতঙ্ক রোগের জীবানুর সংক্রমণের কারণে এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে সিডিসি। ১৪ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
সকল ধরণের কুকুর আমদানিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব কুকুর গত ছয় মাস ধরে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশে ছিলো এবং ইমোশনাল সাপোর্ট ডগ- কিছুই আমদানি করা যাবে না।
সাম্প্রতিক করোনা মহামারির সময়ে যুক্তরাষ্ট্রে কুকুর দত্তক নেওয়ার হার অনেক বেড়েছে। তবে এর মধ্যে বেশ কিছু কুকুরের ভুয়া জলাতঙ্কের টিকার সনদের তথ্য পাওয়া গেছে। তাই এই সিদ্ধান্ত জানায় সিডিসি।
এক বিবৃতিতে সিডিসি জানায়, 'যুক্তরাষ্ট্রে আমদানি করা কুকুরের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এছাড়া নতুন করে জলাতঙ্ক রোগের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।
এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়া, কেনিয়া এবং মিশরের মতো দেশগুলোও রয়েছে। প্রতি বছরই যুক্তরাষ্ট্র অন্তত ১০ লাখ কুকুর আমদানি করে থাকে৷
যুক্তরাষ্ট্রে আগে প্রতি বছরই কুকুকদের নিয়মিত টিকা দেওয়া হতো। ২০১৭ সালের পর থেকে দেশে জলাতঙ্ক রোগী পাওয়া যায়নি। তবে পৃথিবীজুড়ে এখনো এই রোগের বিস্তার রয়েছে৷ প্রায় ৫৫ হাজার বাসিন্দা প্রতি বছর বিশ্বব্যাপী জলাতঙ্কে ভুগে। এটির উপসর্গ দেখা দেওয়ার পর-পরই দ্রুত মৃত্যু ঘটে।
সিডিসি জানায়, যুক্তরাষ্ট্রে গত বছর আমদানি করা কুকুরের মধ্যে ৪৫০টি কুকুরের ভুয়া সনদ ছিলো।
তবে 'খুব ব্যতিক্রম ক্ষেত্রে' কিছু পোষ্যপ্রেমী বা কুকুরের মালিক লিখিত দরখাস্ত দিয়ে নিষেধাজ্ঞা রদ করতে পারবে বলে জানায় সিডিসি৷
এলএবাংলাটাইমস/ওএম