শিকাগোর দক্ষিণ অংশের একটি আবাসিক ভবনে বন্দুক হামলার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
এই বন্দুক হামলার ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আবাসিক ভবনটিতে তর্কাতর্কির জেরে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (১৫ জুন) ভোর ৫টা ৪২ মিনিটে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
গুলিতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত চারজনের মধ্যে আহত দুইজনের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে একজনের বয়স ২৫ এবং একজন বয়স্ক ব্যক্তি। দুইজনেরই মাথার পিছনে গুলি লেগেছে। আহত দুইজনকে ক্রাইস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্য দুইজনের মধ্যে একজন নারী ও আরেক তরুণ রয়েছেন। আহত নারীকে শিকাগো মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর তরুণ সেন্ট বার্নার্ড হাসপাতালে ভর্তি আছে।
এলএবাংলাটাইমস/ওএম