আমেরিকা

পুতিন-বাইডেন মধ্যকার বৈঠকের আদ্যোপান্ত

ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে বৈঠকের পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে অংশ নিতে ব্রাসেলস থেকে জেনেভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট বাইডেনের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় ১টায় ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে জেনেভা লেকসাইড ভিলাতে। ভিলাতে প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পৌঁছাবেন। এরপর প্রেসিডেন্ট জো বাইডেন ভিলাতে পৌঁছাবেন। এরপর সুইস প্রেসিডেন্ট তাঁদের সাদরে অভ্যর্থনা জানাবেন ও একত্রে ছবি তুলবেন। প্রথমবারের বৈঠকে চারজন অংশ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে জো বাইডেন, স্টেট সেক্রেটারি এন্টনি ব্লিনকেন এবং রাশিয়ার পক্ষ হয়ে ভ্লাদিমির পুতিন ও ফরেইন মিনিস্টার সার্জে ল্যাভরোভ প্রথম বৈঠকে যোগ দিবেন। দুই দেশের পক্ষ হয়ে দুইজন অনুবাদক উপস্থিত থাকবেন। এর আগে উপস্থিত সবাই উপস্থিত রিপোর্টারদের সাথে ছবি তুলবেন। বৈঠকের পর দুই দেশের হয়েই আরো একজন সদস্য যোগ দিবেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, আলোচনা চার থেকে পাঁচ ঘণ্টা বা আরো দীর্ঘ হতে পারে। তবে একসাথে খাওয়া-দাওয়া করবেন না দুই দেশের নেতা। বৈঠক শেষে দুই দেশের প্রেসিডেন্ট আলাদা সংবাদ সম্মেলন করে আলোচনার ইতি টানবেন। প্রাথমিকভাবে কর্মকর্তারা জানান, নিউক্লিয়ার অস্ত্র ও অন্যান্য অস্ত্রের বিষয়ে বৈঠক হবে। আর সম্প্রতি রাশিয়া কর্তৃক যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা নিয়েও আলোচনা হবে। এছাড়া মানবাধিকার নিয়েও বাইডেন কথা বলবেন। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্স নাভালনিকে নিয়ে কথা হবে কী না- তা নিশ্চিত নয়। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক আগ্রাসন নিয়েও আলোচনা হবে। আর রাশিয়ায় যুক্তরাষ্ট্র ম্যারিনের দুই বন্দি সদস্যের মুক্তির ব্যাপারেও আলোচনা করা হবে৷ এলএবাংলাটাইমস/ওএম