আমেরিকা

সম্পর্কের অচলাবস্থা কাটেনি যুক্তরাষ্ট্র-রাশিয়ার

জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহু প্রতীক্ষিত বৈঠক শেষ হয়েছে। দুই দেশের নেতাই বৈঠকটির প্রশংসা করলেও খুব কম বিষয়ে একমত হোন তাঁরা। অর্থাৎ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তার অচলাবস্থা কাটেনি। আর নির্ধারিত সময়ের আগেই তিন ঘণ্টার বৈঠকটি শেষ হয়ে যায়। প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনা শেষে বলেন, রাশিয়া কখনো স্নায়ুযুদ্ধ চায়নি। তবে আমাদের মতানৈক্য রয়েছে তবে সেটি সংঘাতের পথে নয়। অপরদিকে ভ্লাদিমির পুতিন বলেন, জো বাইডেন একজন ঝানু কূটনৈতিক এবং আমরা 'একই ভাষায়' কথা বলেছি'। জো বাইডেন বলেন, আমরা আলোচনা করে বেশি সময় নষ্ট করতে চাইনি। দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে একটি বড় সম্ভাবনা আছে। প্রেসিডেন্ট জো বাইডেন ভ্লাদিমির পুতিনকে একটি কাস্টম-মেইড সানগ্লাস ও একটি ক্রিস্টালের বাইসন উপহার দিয়েছেন। তবে পুতিন জো বাইডেনকে কী উপহার দিয়েছেন, তা জানা যায়নি। ২০১৮ সালে ফিনল্যান্ডে আলোচনা শেষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সকার বল দিয়েছিলেন পুতিন। দুই দেশ নিউক্লিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। একই সাথে দুই দেশে কূটনৈতিবিদ নিয়োগের ব্যাপারেও সম্মত হোন তারা৷ তবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান আগ্রাসন, সাইবার হামলা এবং রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির বিষয়ে আলোচনার তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এর আগে জো বাইডেন রাশিয়ার প্রতি হুমকি দিয়ে বলেন, কারাগারে নাভালনি মারা গেলে এর কঠিন ফোন ভোগ করতে হবে। এলএবাংলাটাইমস/ওএম