আমেরিকা

ওবামাকেয়ার সমর্থন করে রায় দিলেন সুপ্রিম কোর্ট

সকল মার্কিনীদের সহজেই হেলথ ইন্সুরেন্স নিশ্চিত করণের পক্ষে সমর্থন দিয়েছেন সুপ্রিম কোর্ট। ফলে এইবার নিয়ে তৃতীয়বার অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ) আইনী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও টিকে গেলো। টেক্সাসসহ আরো ১৭টি রিপাবলিকান সমর্থিত রাজ্য এসিএ অর্থাৎ ওবামাকেয়ার বন্ধের আপিল করে। সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামার অন্যতম প্রকল্প ওবামা কেয়ার। এই আইনের ফলে লাখ লাখ নিম্ন আয়ের বাসিন্দা সহজেই স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। সুপ্রিম কোর্টে ৭-২ ভোটে এই আইনী চ্যালেঞ্জ খারিজ হয়ে যায়। এই আইনী চ্যালেঞ্জ জানানোর পিছনে ভূমিকা রাখে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ তিনি প্রতিজ্ঞা করেছিলেন ওবামা কেয়ার বাতিল করা হবে। এর আগে রিপাবলিকানরা কংগ্রেসের মাধ্যমে এই আইন বাতিল করতে চেষ্টা চালান৷ তাছাড়া বিভিন্ন সময় আদালতের মাধ্যমে বাতিলের চেষ্টা করা হয়। এলএবাংলাটাইমস/ওএম