আমেরিকা

যুক্তরাষ্ট্রে 'জুনটেনথ'কে সরকারি ছুটির দিন ঘোষণা

দাস প্রথা বিলোপের মতো ঐতিহাসিক কারণ স্মরণীয় করে রাখতে 'জুনটেনথ'কে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন 'জুনটেনথ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে' নামের এই বিলে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকানদের মুক্তির দিন হিসেবে জুনটেনথ উদযাপিত হয়। এটি তাঁদের মুক্তি, সংস্কৃতি ও ক্ষমতায়নের দিন। জুন এবং নাইনটিনথ যোগ করে জুনটেনথ নামকরণ করা হয়েছে। ১৮৬৫ সালের ১৯ জুন টেক্সাসে আটক আফ্রিকান-আমেরিকান দাসদের মুক্তির ঘোষণা দেয়া হয়। এর আগে দাসপ্রথাকে কেন্দ্র করে নরদার্ন রাজ্যগুলো সাউথ স্টেটগুলোকে গৃহযুদ্ধে পরাজিত করে৷ প্রায় আড়াই বছর আটক থাকার পর প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জারি করা আদেশে টেক্সাস থেকে আফ্রিকান-আমেরিকান দাসদের মুক্তি দেয়া হয়। এলএবাংলাটাইমস/ওএম