প্রেসিডেন্ট জো বাইডেনের প্রিয় পারিবারিক কুকুর চ্যাম্প মারা গেছে। জার্মান শেফার্ড জাতের এই কুকুরটির বয়স হয়েছিল ১৩ বছর।
প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে দুইটি কুকুর নিয়ে এসেছিলেন। একটি মেজর ও অন্যটি চ্যাম্প। চ্যাম্প বয়সে বড় ছিল।
প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার (১৯ জুন) এক বিবৃতিতে জানান, 'আমাদের পারিবারিক কুকুর চ্যাম্প বাড়িতেই শান্তিতে মারা গেছে'।
প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন বলেন, 'গত ১৩ বছর ধরে চ্যাম্প আমাদের পরিবারের সুখে-দুঃখে পাশে ছিল এবং আমাদের পুরো বাইডেন পরিবারের আদর অর্জন করেছিলো'।
বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেন ডেলওয়ারে তাঁর পরিবারের সাথে অবকাশ যাপন করছেন।
প্রেসিডেন্ট বাইডেন ২০০৮ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক ব্রিডারের কাছ থেকে এই কুকুরটি নেন।
এলএবাংলাটাইমস/ওএম