আমেরিকা

অ্যারিজোনায় সাইকেল র‍্যালিতে ট্রাক হামলা, গুরুতর আহত ৬

অ্যারিজোনায় একটি দাতব্য সাইকেল র‍্যালিতে ট্রাক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এই ঘটনায় অন্তত ছয় সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। ফনিক্স শহরের ১৮০ মাইল উত্তর-পূর্ব দিকের শহর শো-লো'তে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, এই ঘটনায় ৩৫ বছর বয়েসী এক শ্বেতাঙ্গ ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলার পর ওই ব্যক্তি পালিয়ে গেলেও পরে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাস্থল থেকে এক মাইল দূর থেকে আটক করার আগে পুলিশ হামলাকারীর উপর গুলি চালাতে বাধ্য হোন। এই সময় হামলাকারী গুরুতর আহত হলেও তার অবস্থা সংকটাপন্ন নয়। শো-লো পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ক্রিস্টিন এম স্লেইটার বলেন, 'এই হামলার ঘটনায় আমাদের পুরো কমিউনিটি হতভম্ব। আহত এবং তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রইলো'। তিনি আরো জানান, স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টের পাশাপাশি অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি এবং নাভাজো কাউন্টি শেরিফ অফিস এই ঘটনার তদন্তে সহায়তা করছে। কর্তৃপক্ষ জানায়, হামলার পরেই ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে চার ব্যক্তির অবস্থা সংকটাপন্ন, দুইজনের অবস্থা কিছুটা স্থিতিশীল। এছাড়া হামলার পর আরো দুই-তিনজন মৃদু আহত অবস্থায় নিজেরা হাসপাতালে ভর্তি হোন। স্থানীয় দোকানি, যিনি এই রেসের পৃষ্ঠপোষক, তিনি জানান, ৫৫ এবং এর বেশি বয়েসী ক্যাটাগরির রেস শুরু হয়। এই সময় হামলার ঘটনাটি ঘটে। শো-লোর একটা প্রাথমিক বিদ্যালয়ের জন্য অর্থ উত্তোলণ করতে এই রেসের আয়োজন করা হয়। রেসটি ৫৮ মাইল দীর্ঘ ছিলো। এলএবাংলাটাইমস/ওএম