আমেরিকা

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বাইডেনের নতুন পদক্ষেপ

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করে তুলতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সহিংসতা ঠেকাতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে নতুন পরিকল্পনা প্রকাশ করছেন৷ বিভিন্ন সহিংসতার বিরুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইন পাশের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। হোয়াইট হাউজের জেষ্ঠ্য এক কর্মকর্তা জানান, গত এপ্রিলে স্বাক্ষর করা আইনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ প্রেসিডেন্ট জো বাইডেন সেই সময় জাস্টিস ডিপার্টমেন্টের কাছে 'সেল্ফ-এসেম্বল' বা ঘোস্ট গান নিয়ন্ত্রণের আর্জি জানান। এই পরিকল্পনার অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা এবং স্টেটে আরো পুলিশ নিয়োগের মতো পদক্ষেপ নেওয়া হবে। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের বড় শহরগুলোতে খুন বেড়েছে ৩০ শতাংশ আর গান ভায়োলেন্স বা বন্দুক সহিংসতা বেড়েছে ৮ শতাংশ। বুধবার এসব পরিকল্পনার অগ্রগতি করতে বেশ কয়েকজন রাজ্যের গভর্নর, মেয়র, পুলিশ প্রধান ও অন্যান্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। এলএবাংলাটাইমস/ওএম