আমেরিকা

যুক্তরাষ্ট্রে বাড়ির দামে রেকর্ড, বিক্রি ধীর

গত মে মাস থেকে যুক্তরাষ্ট্রে আরো একধাপ বেড়েছে বাড়ির দাম। অল্প সময়ে সর্বোচ্চ দামের রেকর্ড করে নতুন উচ্চতায় পৌঁছেছে বাড়ির দাম। তবে এই বর্ধিত দামের কারণে বিক্রি অনেক কমে গেছে৷ একই সাথে খুব বেশি বাড়িও বিক্রেতাদের কাছে নেই। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের তথ্য মতে, মধ্যম আকারের একটি বাড়ির দাম মে মাসে ছিলো ৩ লাখ ৫০ হাজার ৩০০ ডলার। গত বছরের একই সময়ে একই আকারের বাড়ির দাম ছিল ২ লাখ ৮৩ হাজার ৫০০ ডলার। এক বছরের ব্যবধানে বাড়ির দাম বেড়েছে ২৪ শতাংশ৷ এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দামের রেকর্ড। তথ্যে আরো দেখা গেছে, গত চার মাস ধরে এসব আকারের বাড়ির বিক্রি ক্রমেই কমছে৷ মধ্যম একক পরিবারের জন্য বাড়ি, টাউনহোমস, কডোমিনিয়ামস ও অন্যান্য বাড়ির বিক্রিও কমেছে৷ এলএবাংলাটাইমস/ওএম