ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টির আবাসিক ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৫৬ জন।
মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ডেনিয়ালা লিভাইন কাভা এই তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের প্রধান লক্ষ্য এখন যে কোনো জীবিত প্রাণের সন্ধান খোঁজ করা।
গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে ১২ তলা ভবনের পিছনের অংশ ধসে পরে এই হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ভবন ধসের সঠিক কারণ জানা যায়নি।
তবে ২০১৮ সালে প্রকাশিত এক ইঞ্জিনিয়ারিং রিপোর্টে দেখা যায়, ভবনের পরিকল্পনায় বড় রকমের ভুল ছিল। ভবনের মূল কাঠামোর পানি নিষ্কাশন প্রক্রিয়া ত্রুটিযুক্ত ছিল।
প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইট বিবৃতিতে জানান, তিনি ফ্লোরিডা গভর্নর রন ডিসান্টিসের কাছে জরুরি সাহায্য করার ব্যাপারে জানিয়েছেন।
তিনি লিখেন, 'আমার হৃদয় সার্ফসাইড ট্রাজেডিতে মৃত বাসিন্দা ও তাদের স্বজনদের জন্য ব্যথিত'।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা রোবট, ড্রোন ও প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ কুকুরের সাহায্যে এই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে৷ তবে উদ্ধার অভিযানের সময় হুট করেই আগুনের সূত্রপাত হওয়ায় কাজ কিছুটা ব্যহত হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, এখনো নিখোঁজ বাসিন্দাদের অধিকাংশ ইজরায়েল ও ল্যাটিন আমেরিকান। আর প্যারাগুয়ের ফার্স্ট লেডির আত্মীয়সহ আরো ছয়জন নিখোঁজ রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
স্থানীয় কর্তৃপক্ষ অপেক্ষারত স্বজনদের খাবার এবং হোটেল কক্ষের ব্যবস্থা করেছে।
রাত ১টা ৩০ মিনিটে নর্থ মিয়ামির সার্ফসাইড এলাকার এই ভবনটির পিছনের অংশ ধসে পরে৷ ভবনটি ৪০ বছর আগে নির্মাণ করা হয়েছিল।
এলএবাংলাটাইমস/ওএম