আমেরিকা

ইরান-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা

ইরান সরকারের মদদ পুষ্ট মিলিশিয়া বাহিনীর উপর ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (২৭ জুন) প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সমর্থনের প্রেক্ষিতে ইরান-সিরিয়া সীমান্তে এই হামলা চালানো হয়। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, 'ড্রোন হামলা সফল হয়েছে। এটি মিলিশিয়া বাহিনীর অপারেশনাল ও অস্ত্র মজুদাগারে আঘাত হেনেছে'। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তায় বদ্ধ পরিকর। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও পর্যবেক্ষক দলের বরাতে জানা গেছে, এই হামলায় পাঁচজন সিরিয়ান সৈন্য মারা গেছেন। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, 'যুক্তরাষ্ট্রের করা যুদ্ধ বিমান হামলায় কয়েকজন আহত হয়েছেন'। সিরিয়ার সরকারি সংবাদপত্র সানা জানায়, এই হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে ও কমপক্ষে তিন বেসামরিক ব্যক্তি মারা গেছেন। জানুয়ারিতে ক্ষমতায় বসার পর প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর উপর দ্বিতীয়বার হামলা চালানো হলো। পেন্টাগন জানায়, ডিফেন্সিভ প্রিসিশন এয়ার স্ট্রাইক ইরাক ও সিরিয়ায় আঘাত হেনেছে৷ ইরাকের দুইটি জঙ্গী গোষ্ঠির সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। এলএবাংলাটাইমস/ওএম