আমেরিকা

আবারো কর মামলায় ফাঁসছে ট্রাম্প অর্গানাইজেশন

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ও এর প্রধান অর্থ উপদেষ্টা অ্যালেন ওইসেলবার্গের (৭৩) বিরুদ্ধে কর ফাঁকির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি এবং এর ফাইন্যান্স চিফের বিরুদ্ধে অভিযোগ কী- সেটি নিশ্চিত করা হয়নি। বৃহস্পতিবার (১ জুলাই) এই বিষয়টির স্পষ্ট ঘোষণা আসতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই বলে জানা গেছে৷ ইতোমধ্যে নিউ ইয়র্ক সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সকল সম্পর্ক ছিন্ন করেছে৷ ট্রাম্প অর্গানাইজেশন একটি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান। এই অর্গানাইজেশনের তত্ত্বাবধানে হোটেল, গলফ ক্লাব ও অন্যান্য আরো সম্পত্তি রয়েছে৷ গণমাধ্যম সূত্রে জানা গেছে, মামলা বিষয়ে উপস্থিতি দিতে ট্রাম্পের আইনজীবী ও অ্যালেনের আইনজীবী বৃহস্পতিবার আদালতে হাজিরা দিবেন। ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মিত্ররা জানিয়েছেন, ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে করা মামলাটি একটি রাজনৈতিক চক্রান্ত৷ তবে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে কিছু ব্যবসায়িক অংশীদার এই প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করবে ও জরিমানা করা হবে৷ এলএবাংলাটাইমস/ওএম