আমেরিকা

ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিক্টিম অব সেন্সরশিপ অথবা বাকস্বাধীনতা লঙ্ঘন করার অভিযোগ এনে এই মামলাগুলো করা হয়েছে। মূলত তিনটি প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানকে বিবাদী করে এই মামলাটি করা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে উগ্রপন্থী ট্রাম্প সমর্থকদের হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে 'ব্যান' করা হয়। বুধবার (৭ জুলাই) এই মামলাটি দায়ের করার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, 'বাকস্বাধীনতা রক্ষায় এটি একটি দারুণ অগ্রগতি'। ট্রাম্পের নিজস্ব গলফ কোর্ট বেডমিনিস্টারে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডেমোক্রেটিকদের সমালোচনা করে বলেন, 'তারা ভুয়া তথ্য উপস্থাপন করছে'। তিনি বলেন, 'আমরা বাকস্বাধীনতা চাই। শ্যাডো ব্যান ও নিশ্চুপ করার অপচেষ্টার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি'। এই মামলার মাধ্যমে আদালতের কাছে সেন্সরশিপ বন্ধ করার দাবি জানানো হয়। ট্রাম্প দাবি করেছেন, 'তারা যদি আমার সাথে এটি করতে পারে, তাহলে সবার সাথেই করতে পারবে'। ফ্লোরিডার ফেডারেল কোর্টে এই মামলাটি দায়ের করেন ট্রাম্প। তবে প্রতিষ্ঠানগুলো এই মামলা নিয়ে কোনো মন্তব্য করেনি এখন পর্যন্ত। এলএবাংলাটাইমস/ওএম