আমেরিকা

রাশিয়াকে সাইবার হামলার উপযুক্ত জবাব দেবে যুক্তরাষ্ট্র: বাইডেন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাত লক্ষ্য করে রাশিয়াভিত্তিক হ্যাকারদের উপযুক্ত জবাব দেওয়ার হুশিয়ারি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেন, 'রাশিয়া থেকে সাইবার হামলার মোকাবিলা করতে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে যুক্তরাষ্ট্র'। হোয়াইট হাউজ সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানায়। সাইবার হামলার দায়ে রাশিয়াকে ভুগতে হবে কী না- এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'হ্যাঁ'। তবে মস্কো বরাবরই সাইবার হামলার দায় অস্বীকার করে আসছে। গত কয়েক মাস ধরে এইসব সাইবার হামলাকে ঘিরে রাশিয়ার সাথে আলোচনা চালানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (৯ জুলাই) ফোনে আলাপ করেন জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন। এর আগে জেনিভায় এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলেন তাঁরা। সম্প্রতি রাশিয়াভিত্তিক হ্যাকার সংগঠন আর'ইভিল ফ্লোরিডাভিত্তিক একটি আইটি ফার্মে সাইবার হামলা চালায়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০০ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এর আগে আরো বেশকিছু প্রতিষ্ঠানে সাইবার হামলার পর মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে প্রতিষ্ঠানটি। জো বাইডেন বলেন, 'আমরা আশা করছি রাশিয়া এসব হামলার বিরুদ্ধে সঠিক তদন্ত করবে। এসব হামলা সরকারি পৃষ্ঠপোষকতায় না হলেও আমরা যদি তাদের সঠিক তথ্য দিই, তাহলে হ্যাকারদের বিরুদ্ধে তদন্ত সহজ হবে'। হ্যাকাররা যেই সার্ভার ব্যবহার করে এই হামলাগুলো চালিয়েছে, সেগুলোতে পাল্টা আঘাত করা সম্ভব কী না- এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'হ্যাঁ'। তবে ক্রেমলিন জানিয়েছে, সাইবার হামলা বিষয়ে মস্কোর সাথে যোগাযোগ করেনি যুক্তরাষ্ট্র। ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, 'সাইবার হামলার অভিযোগ আনলেও যুক্তরাষ্ট্রের যথাযথ কোনো মন্ত্রনালয় এই বিষয়টি নিয়ে মস্কোর সাথে যোগাযোগ করেনি'। তবে বাইডেন প্রশাসনের জেষ্ঠ্য কর্মকর্তা জানান, 'মস্কোকে বেশ কয়েকবার নির্দিষ্ট করে অভিযোগ জানানো হয়েছে'। এদিকে, গত মাসে জেনেভায় এক সম্মেলনে ইউএস প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, 'এসব হামলার দায় রাশিয়াকে নিতে হবে'। বাইডেন জানান, তিনি পুতিনকে ১৬টি জরুরি সেবা খাতের তালিকা দিয়েছেন যেগুলোয় হামলা চালানো যাবে না৷ রাশিয়াভিত্তিক হ্যাকার গোষ্ঠী আর-ইভিল, যারা কী না সোদিনোকিবি নামেও পরিচিত- বিশ্বের অন্যতম শক্তিশালী ও কুখ্যাত হ্যাকার গোষ্ঠী। এর আগে সর্ববৃহৎ মাংস বিতরণকারী প্রতিষ্ঠান জেবিএস-এ সাইবার হামলা চালানোর জন্য একই গ্রুপকে দায়ী করে ইউএস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এছাড়া ২০১৯ সালে টেক্সাসে অন্তত দুই ডজন হামলা চালায় এই হ্যাকার গ্রুপ। এলএবাংলাটাইমস/ওএম