যুক্তরাষ্ট্রের পানামা উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার (২১ জুলাই) দুপুরে এই ভয়াবহ ভূমকম্পটি হয়।
ভূমিকম্পটি পুন্তা দে বুরিকা পেনিনসুলার ৩০ মাইল দক্ষিণে উৎপন্ন হয়ে পানামা বর্ডার ও কোস্টা রিকার দিকে অনুভূত হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্র জানিয়েছে, ভূ কম্পনটি রিজিওনজুড়ে অনুভূত হয়েছে। কোস্টা রিকার বর্ডার, নিকারাগুয়া ও পানামার ইস্টে এর প্রভাব বেশি পড়ে।
স্থানীয়রা জানান, কোস্টা রিকার ১০০ মাইল নর্থেও এই কম্পনটি অনুভূত হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা সুনামির শঙ্কা উৎপন্ন হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম