আমেরিকা

যুক্তরাষ্ট্রে কর্মহীন ভাতার আবেদন বেড়েছে দুই মাসে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রে কর্মহীন বাসিন্দার সংখ্যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ বেড়েছে। গত সপ্তাহে কর্মহীন ভাতার জন্য আবেদন সংখ্যা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। দেশজুড়ে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানান বিশ্লেষকরা। বৃহস্পতিবার (২২ জুলাই) লেবর ডিপার্টমেন্ট সূত্র জানায়, এখনো আগের থেকে বেশি মানুষ কাজে ফিরে আসছে। জুলাই সতেরো তারিখ পর্যন্ত সর্বশেষ এক সপ্তাহে কর্মহীন ভাতার আবেদন সংখ্যা ৫১ হাজার বেড়ে হয়েছে ৪ লাখ ১৯ হাজার। মধ্য মার্চের পর এটিই সর্বোচ্চ বৃদ্ধির সংখ্যা। ক্যালিফোর্নিয়া, ইলিনয়, কেন্টাকি, মিশিগান, মিসৌরি এবং টেক্সাসে সবচেয়ে বেশি কর্মহীন ভাতার আবেদন বৃদ্ধি পেয়েছে। এলএবাংলাটাইমস/ওএম