আমেরিকা

হোয়াইট হাউজের অদূরে রেস্টুরেন্টের বাইরে গোলাগুলি

ওয়াশিংটন ডিসিতে রেস্টুরেন্টের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াইট হাইজ থেকে দেড় কিলোমিটার দূরে রেস্টুরেন্টের অবস্থান। এই বন্দুক হামলায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। আর বন্দুকধারী ব্যক্তি অন্তত ২০ রাউণ্ড গুলি ছুঁড়েছে। এ সময় রেস্টুরেন্টে যারা খাবার খাচ্ছিলেন, তারা দ্রুত ছোটাছুটি করে সরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর এক ব্যক্তি গাড়ি করে পালিয়ে যায়। ম্যাক্সিকান রেস্টুরেন্টটি লোগান সার্কেল এরিয়ায় অবস্থিত। পুলিশ জানায়, গুলিতে যে দুই ব্যক্তি আহত হয়েছে, তাদের উদ্দেশ্য করেই গুলি ছোঁড়া হয়েছিল। ওয়াশিংটন ডিসিসহ অন্যান্য শহরেগুলোতে অপরাধ কমছে তবে বন্দুক হামলা সংক্রান্ত সহিংসতা অনেক বেড়ে গেছে। ওয়াশিংটন ডিসির ক্রাইম স্ট্যাটিস্টিক্স অনুসারে, ২০১৮ সালের পর থেকে প্রতি বছরই বন্দুক হামলার ঘটনা বাড়ছে। এখন পর্যন্ত ২০২১ সালে ৪৭১টি এই সংক্রান্ত অপরাধ ঘটেছে লস এঞ্জেলেসে। গত বছর এই সময়ে হামলার ঘটনা ছিল ৪৩৪টি। এলএবাংলাটাইমস/ওএম