আমেরিকা

টেক্সাসে রাসায়নিকের প্রভাবে দুইজনের মৃত্যু, আহত চার

টেক্সাসের লা পোর্তের সন্নিকটে লিওনডেলবেসেল প্লান্টে দুর্ঘটনাবশত অ্যাসিটিক অ্যাসিড ছড়িয়ে যেয়ে দুইজনের মৃত্যু হয়েছে৷ অ্যাসিডের প্রভাবে আহত হয় আরো চারজন। মঙ্গলবার (২৭ জুলাই) এই দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। লা পোর্তে অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সূত্র জানায়, অ্যাসিটিক অ্যাসিড লিক আইসোলেটেড ও এয়ার মনিটরিং ফ্যাসিলিটিতে হয়েছে। এই ঘটনার জন্য কোনো আশ্রয়কেন্দ্র নেই বা পদক্ষেপ নেয়ার মতো কোনো সুযোগ নেই। ইমার্জেন্সি কর্মকর্তারা এই হতাহতের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। হ্যারিস কাউন্টি ফায়ার মার্শাল'স অফিসের মুখপাত্র র‍্যাচেল কে নিউটযলার বলেন, 'বর্তমানে আমরা ২টি মৃত্যুর সংবাদ নিশ্চিত করছি'। লা পোর্তের পাবলিক ইনফরমেশন অফিসার লি উডওয়ার্ড বলেন, 'অন্তত চারজন বাসিন্দা অ্যাসিড এর প্রভাবে আহত হয়েছেন'। বিবৃতিতে জানানো হয়, 'অ্যাসিটিক অ্যাসিড লিক হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে'। লিওনডেলবেসেল এক বিবৃতিতে জানায়, আমাদের সাইটের রেসপন্স টিম দ্রুত লিক শনাক্ত করে এবং সেটি বন্ধ করে। বর্তমানে সিটি অব লা পোর্তে এবং চ্যানেল ইন্ডাস্ট্রিজ মিউচ্যুয়াল এইড এর সদস্যরা এই দুর্ঘটনাস্থলে রয়েছেন। বিবৃতিতে জানানো হয়, 'বর্তমানে বাতাসে ক্ষতিকর কিছু আর মিশে নেই। সকল শঙ্কামুক্ত'৷ লিওনডেলবেসেল মূলত প্লাস্টিক, কেমিকেল ও রিফেইনিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এলএবাংলাটাইমস/ওএম