আমেরিকা

ইউএস পাসপোর্ট প্রক্রিয়ায় লাগছে দীর্ঘ সময়: সঠিক সময়ে কীভাবে পাবেন?

আপনার যদি ইদানীং দেশের বাইরে ভ্রমণ করার পরিকল্পনা থাকে আর তার জন্য ইউএস পাসপোর্ট নবায়ন করার প্রয়োজন হয়, তবে যতো দ্রুত সম্ভব কাজে নেমে পরাই ভালো। ফ্রমার্স ডটকমের এডিটরিয়ার ডিরেক্টর পাওলিন ফ্রোমার জানান, ইতোমধ্যে অনেক মার্কিনীই করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার পর ভ্রমণের জন্য অগ্রিম পাসপোর্ট নবায়নের আবেদন জমা দিয়ে রেখেছেন। ফলে পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এজন্য ভ্রমণকারীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ বিরক্তিকর সময়। পাসপোর্ট পেতে আপনার কতো সময় লাগতে পারে আর নির্ধারিত সময়ে পাসপোর্ট হাতে পেতে করণীয় কী? জেনে নিন! সময় লাগবে ছয় সপ্তাহের বেশি: স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, পাসপোর্ট নবায়ন করতে সাধারণ সময় থেকে ছয় সপ্তাহের বেশি সময় লাগবে। বর্তমানে পাসপোর্ট পেতে ১২ সপ্তাহের মতো অপেক্ষা করতে হয়। তবে এবার থেকে ১৮ সপ্তাহ সময় লেগে যাবে এবং ৬০ ডলার বেশি খরচ হবে। মূলত করোনা মহামারির কারণেই এই বর্ধিত সময় লাগবে বলে জানায় স্টেট ডিপার্টমেন্ট। সঠিক সময়ে পাসপোর্ট পেতে করণীয় কী? ১) আপনি যখন ভ্রমণের পরিকল্পনা করেছেন, তার ১৮ সপ্তাহ আগেই পাসপোর্ট নবায়নের জন্য আবেদন দাখিল করুন৷ ১৬ বছর এবং কম বয়েসীদের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ থাকে ৫ বছর। এই বিষয়টিও ভ্রমণের আগে খেয়াল রাখতে হবে। ২) স্বশরীরের আবেদন জমা দেওয়ার চেষ্টা করুন। এর জন্য নিকটস্থ পাসপোর্ট অফিসে ফোন করুন এবং তারা ইন-পার্সন আবেদন গ্রহণ করছে কী না, তা জানার চেষ্টা করুন। ৩) সঠিক সময়ে পাসপোর্ট পেতে বাড়তি শিপিং খরচ যোগ করতে পারেন। এলএবাংলাটাইমস/ওএম