আমেরিকা

ফ্লোরিডায় বাড়ছে করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্তের রেকর্ড

ফ্লোরিডায় একদিনে রেকর্ড ২১ হাজার ৬৮৩ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটিই দৈনিক সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। ফেডারেল হেলথ কর্তৃপক্ষ শনিবার (৩১ জুলাই) এই বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার প্রকোপের কারণে আবারো থিম পার্কগুলোতে আগতদের মাস্ক ব্যবহারের নিয়ম জারি করা হয়েছে। ফ্লোরিডা নতুন করে করোনার হটস্পট হিসেবে দেখা দিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে দেশের মোট সংক্রমণের পাঁচ ভাগের এক ভাগ ফ্লোরিডায় হচ্ছে। ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডেসান্টিস মাস্ক ব্যবহার এবং টিকা গ্রহণ বাধ্যতামূলক করেনি। একই সাথে করোনা প্রতিরোধের জন্য স্থানীয় সরকার দ্বারা নেওয়া বিধিনিষেধের ক্ষমতাও খর্ব করেছে৷ শুধু তাই নয়, আগামী মাসে স্কুল খোলার পর মাস্ক ব্যবহারের যেই বাধ্যবাধকতা জারি করে স্কুল ডিস্ট্রিক্ট, সেটিও রদ করে দেওয়া হয়। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানায়, শুক্রবার সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড রাখা হয়েছে এবং শনিবার সেটি প্রকাশ করা হয়েছে। একদিন আগেও ফ্লোরিডায় আক্রান্তের দৈনিক সংখ্যা ছিল ১৭ হাজার ৯৩ জন। এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয় জানুয়ারির ৭ তারিখ ১৯ হাজার ৩৩৪ জন। এছাড়া চলতি সপ্তাহে ফ্লোরিডায় করোনাতে মারা গেছেন আরো ৪০৯ জন। মহামারির শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার জনে। এর আগে গত বছরের মধ্য আগস্টে ৭ দিনে সর্বোচ্চ ১ হাজার ২৬৬ জন বাসিন্দা মারা যায়। গভর্নর ডিসান্টিস বলেন, 'করোনার সাম্প্রতিক বর্ধিত সংক্রমণ মৌসুম পরিবর্তনের ফলে হচ্ছে। তীব্র গরম এর ফলে অধিকাংশ বাসিন্দাই ঘরে অবস্থান করছে এবং এয়ার কন্ডিশন থেকে ভাইরাস ছড়াচ্ছে'। ফ্লোরিডায় এখন পর্যন্ত ১২ থেকে এর বেশি বছর বয়েসী ৬০ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। দ্য ফ্লোরিডা হসপিটাল অ্যাসোসিয়েশন শুক্রবার জানায়, রাজ্যজুড়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা প্রায় গত বছরের সমান। ইতোমধ্যে রাজ্যের অন্যতম বৃহৎ হেলথ কেয়ার সিস্টেম অ্যাডভেন্টহেলথ'স সেন্ট্রাল ফ্লোরিডা ডিভিশন জানায়, করোনা রোগীর জন্য রিসোর্স খালি রাখতে এখন আর ননইমার্জেন্সি সার্জারি করা হবে না। এছাড়া ইউনিভার্সাল অরল্যান্ডো রিসোর্ট ও সিওয়ার্ল্ড শনিবার আগত দর্শনার্থীদের জন্য ইনডোর প্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। ইউনিভার্সাল এর কর্মীদেরও মাস্ক ব্যবহার করতে নির্দেশ দেন। এলএবাংলাটাইমস/ওএম