আমেরিকা

জুলাই মাসে যুক্তরাষ্ট্রে কর্মজীবী মানুষ বেড়েছে আশাতীত

করোনার ধকল সামলে ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেছে মানুষ। জুলাই মাসে যুক্তরাষ্ট্রে কর্মজীবী মানুষের সংখ্যা আশাতীত বেড়েছে। এখন পর্যন্ত ৯ লাখ ৪৩ হাজার বাসিন্দা কাজে ফিরে এসেছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। অবকাশ এবং আপ্যায়ন, শিক্ষা এবং প্রোফেশনাল সার্ভিসে মূলত কর্মজীবী মানুষের সংখ্যা বাড়ছে। গত মাসে বিভিন্ন ক্ষেত্রে ৩ লাখ ৫০ হাজার থেকে ১ দশমিক ৬ মিলিয়ন চাকরি সৃষ্টি হয়েছে। গড়ে ৮ লাখ ৭০ হাজার মানুষ চাকরির সুযোগ পেয়েছে। তবে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব শুরু হওয়ার আগের পরিসংখ্যান এটি। সাম্প্রতিক সময়ে ডেল্টা বেড়ে যাওয়ায় আবারো শঙ্কার সৃষ্টি হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে নতুন করে আবারো বিধিনিষেধ আসার সম্ভাবনাও রয়েছে। ওয়েস্ট স্যান ফ্রান্সিসকো ব্যাংকের চিফ ইকোনমিস্ট স্কট অ্যান্ডারসন বলেন, 'সংখ্যার দিক দিয়ে আমরা দৌঁড়াচ্ছি। তবে মূলত আমরা ম্যারাথনের মতো করে এগিয়ে যাচ্ছি'। 'ভ্রমণের মৌসুম প্রায় হুমকির মুখে। আর এদিকে প্রধান দুশ্চিন্তা হয়ে উঠেছে ডেল্টা ভ্যারিয়েন্ট'৷ জুলাই মাসে কর্মজীবী মানুষের সংখ্যা বাড়ায় কর্মহীন মানুষের সংখ্যা কমেছে দশমিক ৫ শতাংশ। এখন পর্যন্ত ৪ দশমিক ৭ মিলিয়ন মানুষ এখনো কর্মহীন রয়েছে। তবে গত বছরের এপ্রিলের থেকে এই সংখ্যাটি অনেক কম। এলএবাংলাটাইমস/ওএম