আমেরিকা

চাইল্ড ট্যাক্স ক্রেডিটের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান

চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বর্ধিত দ্বিতীয় কিস্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) লাখ লাখ পরিবারের কাছে এই অর্থ পাঠিয়ে দেওয়া হয়েছে।  তবে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি জানিয়েছে যে, কারিগরি ত্রুটির কারণে অনেকের অর্থ পেতে কিছুটা দেরি হয়ে যাবে। ট্রেজারি ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্য অনুসারে, আগস্ট মাসে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাবদ আইআরএস এর মাধ্যমে ১৫ বিলিয়ন ডলার প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে ৩৬ মিলিয়ন পরিবার এবং ৬১ মিলিয়ন শিশুকে ট্যাক্স ক্রেডিটের অর্থ প্রদান করা হয়েছে। যেসব পরিবারে শিশু সন্তান রয়েছে, চতুর্থ নাগরিক প্রণোদনার আওতায় ৩০০ ডলার করে মাসিক চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হচ্ছে তাদের। এই প্যাকেজের আওতায়, ভাতা পাওয়ার মতো যোগ্য বলে বিবেচিত পরিবার ৬ বছরের কম বয়েসী শিশুদের জন্য মাসিক ৩০০ ডলার এবং ৬ বছর থেকে ১৭ বছর বয়েসীদের জন্য মাসিক ২৫০ ডলার করে পাবে। কোন পরিবারগুলো চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন? ১) অবশ্যই ২০১৯ ও ২০২০ অর্থ বছরের কর দাখিল করতে হবে৷ ২) ১৮ বছরের কম বয়েসীদের সঠিক এক সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে৷ ৩) করোনায় অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, ২০২০ সালের কর দাখিলের সময় এমন ডকুমেন্ট যোগ করতে হবে। যেমন- স্টিমুলাস চেক। তবে অনেকেই আছেন যারা এখনো চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অর্থ পাননি। এদের জন্য ট্রেসিং সিস্টেম চালু করা হয়েছে। https://www.irs.gov/pub/irs-pdf/f3911.pdf এলএবাংলাটাইমস/ওএম