আমেরিকা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন 'হেনরি'

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে এই বছরের অন্যতম শক্তিশালী হারিকেন। ইতোমধ্যে সেই অঞ্চলের বাসিন্দাদের আসন্ন ঝড়ের জন্য আগাম প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে। এই হারিকেনটির নামকরণ করা হয়েছে হেনরি। রবিবার (২২ আগস্ট) এটি নিউ ইয়র্কের লং আইসল্যান্ড ও নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশে আঘাত হানতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, হারিকেনের প্রভাবে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ও ছয় ইঞ্চি বৃষ্টিপাত ঝড়তে পারে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে হারিকেন খুব একটা আঘাত হানে না। সর্বশেষ ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে হারিকেন বব আঘাত হেনেছিল। সেবার ১৭ জনের মৃত্যু হয়। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এডমিনিস্ট্রেটর ডেনি ক্রিসওয়েল বলেন, 'আমাদের এই ঝড়টি খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এটি যদি হারিকেন হয়ে আছড়ে নাও পরে, এরপরেও এর ঝড়ো বাতাস ও সামুদ্রিক ঢেউ বড় ক্ষয়ক্ষতির কারণ হতে পারে'। ডেনি বলেন, 'বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকতে হতে পারে, গাছ উপড়ে পরতে পারে ও সামুদ্রিক ঢেউ বয়ে যেতে পারে'। লং আইসল্যান্ড, কানেক্টিকাট এবং ম্যাসাচুসেটসের ছয় মিলিয়ন বাসিন্দার উপর হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির ৩৬ মিলিয়ন বাসিন্দার উপর উপকূলীয় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ম্যাসাচুসেটসের গভর্নর চার্লি বেকারের অফিস থেকে শুক্রবার জানানো হয়, শনিবার থেকে সোমবার পর্যন্ত পার্ক এবং সমুদ্র সৈকত বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, হারিকেনের প্রভাবে ৩ মিলিয়ন বাসিন্দাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হতে পারে। স্থানীয় আবহাওয়ার খবর এবং ঝড়ের আগাম প্রস্তুতি গ্রহণ করতে সবাইকে অনুরোধ জানায় কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম