যুক্তরাষ্ট্রের রোড আইসল্যান্ডে আছড়ে পরেছে হারিকেন হেনরি। এর ফলে উত্তরপূর্ব অঞ্চলের ১ লাখ ২০ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
রোড আইসল্যান্ডে আঘান হানার সময় হারিকেনটি শক্তি হারিয়ে 'ক্যাটাগরি এক' এ নেমে আসে। এরপরেও প্রায় ঘণ্টায় ৯৫ কিলোমিটার ঝড়ো বাতাস বয়ে যায়।
লং আইসল্যান্ড ও সাউদার্ন নিউ ইংল্যান্ডের লাখ লাখ বাসিন্দাকে উপকূলীয় ঢেউ, বন্যা, গাছ এবং বিদ্যুতের লাইন উপড়ে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়।
এদিকে, টেনেসের আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এখনো ওয়েভারলি শহর ও এর আশেপাশে ডজনখানেক বাসিন্দা নিখোঁজ রয়েছে।
বন্যায় বিশাল বিশাল গাছ উপড়ে গেছে। বাড়িঘর ভেসে যেয়ে বাসিন্দাদের গৃহহীন করে তুলেছে ও গাড়ি ভেসে গেছে। সেই সাথে হাম্পরেইস কাউন্টির সড়ক ও ব্রিজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
হাম্পরেইস কাউন্টি শেরিফ অফিস ফেসবুক পেইজের মাধ্যমে জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যারা গৃহহীন হয়েছেন, তাদের সাহায্য করতে অন্য বাসিন্দাদের প্রতিও আহবান জানানো হয়।
প্রেসিডেন্ট জো বাইডেন বন্যার্তদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের সাহায্য করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, রোড আইসল্যান্ডে স্থানীয় সময় ১২টা ১৫ মিনিটে হারিকেন হেনরি আছড়ে পরে। হারিকেনের থেকে মাত্র ঘণ্টায় ১৪ কিলোমিটার কম বেগে বাতাস নিয়ে আছড়ে পরে হেনরি।
এনএইচসি জানায়, 'হেনরির প্রভাবে জলোচ্ছ্বাস, ছোট ছোট বন্যা ও নদীর পানি বেড়ে উপচে পরার ঘটনা ঘটে থাকতে পারে'।
ইতোমধ্যে নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে শতশত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে।
নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো বলেন, 'হুডসোন রিভার ভ্যালি এবং ক্যাটসকিল মাউন্টেইন এরিয়াতে বন্যার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, 'ঝড়টি লং আইসল্যান্ডে আঘাত হেনে এখন দূর্বল হয়ে গেছে। কিন্তু এটি সমস্যার এর কারণ ঝড় ধীর হয়ে গেলে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে'।
লং আইসল্যান্ড, কানেটিকাট এবং ম্যাসাচুসেটসের ছয় মিলিয়ন বাসিন্দার উপর হারিকেন সতর্কতা জারি করা হয়েছে।
সেই সাথে নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির ৩৬ মিলিয়ন বাসিন্দার উপর উপকূলীয় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
ম্যাসাচুসেটসের গভর্নর চার্লি বেকারের অফিস থেকে শুক্রবার জানানো হয়, শনিবার থেকে সোমবার পর্যন্ত পার্ক এবং সমুদ্র সৈকত বন্ধ থাকবে।
এলএবাংলাটাইমস/ওএম