আমেরিকা

তালিবান নেতার সাথে সিআইএ প্রধানের গোপন বৈঠক!


তালিবানের এক শীর্ষ নেতার সাথে সোমবার (২৩ আগস্ট) গোপনে বৈঠক করেছেন ইউএস সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান। গোপনীয় এই বৈঠকের সাথে সংশ্লিষ্ট সূত্র যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন। তবে সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং তালিবান নেতা মোল্লাহ বারাদারারের এই বৈঠক নিয়ে দুইটি সংগঠনের কেউই মুখ খোলেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈনিকেরা সরে আসবে। তবে যুক্তরাজ্যসহ অন্যান্য মিত্র দেশগুলো সেই সময় বর্ধিত করার জন্য চাপ দিচ্ছে। ৯/১১ হামলার পর ২০০১ সাল থেকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছে। সূত্রের দেওয়া তথ্য যদি সঠিক হয়ে থাকে, তবে এখন পর্যন্ত তালিবানের হাতে কাবুলের পতন ঘটার পর যুক্তরাষ্ট্র ও তালিবান নেতাদের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৮০০ জন সৈন্য রয়েছে। আফগানিস্তানসহ অন্যান্য অনেক দেশের নাগরিকেরা এখনো কাবুল এয়ারপোর্ট দিয়ে অন্যান্য দেশে চলে যাচ্ছে। কাবুল এয়ারপোর্ট মার্কিন সৈন্যরা নিয়ন্ত্রণ করছে। মঙ্গলবার (২৪ আগস্ট) তালিবানের পক্ষ থেকে জানানো হয় যে, ৩১ আগস্টের পর কোনো আফগানি দেশ ছাড়তে পারবেনা কিংবা যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য আফগানিস্তানে অবস্থান করতে পারবেনা। মোল্লাহ বারাদার ১৯৯৪ সালে তালিবান প্রতিষ্ঠার পর থেকেই চার গুরুত্বপূর্ণ সদস্যের একজন। যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের যৌথ অভিযানে তিনি ধরা পরেন ও আট বছর কারাভোগ করেন। ২০১৯ সাল থেকে কাতারের তালিবান অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মোল্লাহ বারাদার। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দোহা চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সৈন্য আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে মধ্যস্ততা করেন। এছাড়া প্রথম কোনো তালিবান নেতা হিসেবে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথোপকথন করেন মোল্লাহ। এলএবাংলাটাইমস/ওএম