আমেরিকা

সুরক্ষিত রাখা হবে টেক্সাসের গর্ভপাত ক্লিনিক: বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ঘোষণা দিয়েছে যে যেসব ক্লিনিকে গর্ভপাত ঘটানো হয়, তাদের সুরক্ষিত রাখা হবে। সম্প্রতি টেক্সাসে গর্ভপাত পুরোপুরি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে টেক্সাসের গর্ভপাত ক্লিনিকগুলো বেশ ঝামেলার সম্মুখীন হয়েছে৷ ডিপার্টমেন্ট জানিয়েছে, এটি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা দ্বারা এসব ক্লিনিককে সুরক্ষা দেবে। গর্ভপাত করাতে যেয়ে যদি কোনো ক্লিনিক, রিপ্রোডাক্টিভ হেলথ সেন্টার এবং রোগী আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তবে এই সহায়তা প্রদান করা হবে। এর আগে গর্ভধারণের ছয় সপ্তাহ পর থেকেই টেক্সাসে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। নতুন এই আইনকে বলা হচ্ছে এসবি-এইট। গত সপ্তাহে এটি কার্যকর হওয়ার পর থেকেই চিকিৎসক এবং নারী অধিকার গ্রুপগুলো এটির সমালোচনা করে আসছে। মে মাসে টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট 'হার্টবিট অ্যাক্ট' নামে এই আইনটি স্বাক্ষর করেন। এই আইনটি রাজ্যের অন্যতম কঠিন আইনগুলোর মধ্যে একটি। ফোয়েটাল হার্টবিট শনাক্ত হওয়ার পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে এই আইনের ফলে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটিকে 'মিসলিডিং' বলেও থাকে। এই আইনের মাধ্যমে যেসব ডাক্তার ছয় সপ্তাহ পর গর্ভপাত ঘটাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই আইনটি নিষিদ্ধ করতে সুপ্রিম কোর্টের দারস্থ হলেও এটি বাতিল হয়নি। সুপ্রিম কোর্ট এই আইনের স্বপক্ষে রায় দেওয়ার পর থেকেই আইনটি কার্যকর হচ্ছে। সোমবার (৬ সেপ্টেম্বর) ইউএস অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, 'রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস পেতে যারা দারস্থ হবে, তাদের বাঁধা দেয়া হলে সেটি মেনে নেওয়া হবে না'। এলএবাংলাটাইমস/ওএম