আমেরিকা

টেক্সাসে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্যান নিষিদ্ধ হলো

রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে কোনো ব্যক্তির ব্যবহৃত আইডি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্যান করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে টেক্সাস। রিপাবলিকান ঘরানার রাজনীতিবিদেরা অনেকদিন ধরেই অভিযোগ করছে যে ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রক্ষণশীল মতাদর্শকে সেন্সর করছে। এর আগে জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে উগ্র হামলার জেরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত ফেসবুক ও টুইটার আইডি ব্যান হয়েছে। তবে রক্ষণশীল ঘরানার পোস্ট সেন্সর করার অভিযোগ সরাসরি অস্বীকার করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে যেসব পোস্টের মাধ্যমে সহিংসতা ছড়াতে পারে বা সমন্বিত বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে, সেসব পোস্টের বিষয়ে টার্মস অব সার্ভিস জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিলটি স্বাক্ষর করেন গভর্নর গ্রেগ অ্যাবোট। তিনি বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হলো আধুনিক যুগের পাবলিক স্কয়ার'। গ্রেগ অ্যাবোট বলেন, 'তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বরাবরই রক্ষনশীল মতাদর্শ ও ভাবধারা স্তব্ধ করে দিতে চাইছে'। এলএবাংলাটাইমস/ওএম