আমেরিকা

ক্যাপিটল হিলের কাছে ধারালো অস্ত্রসহ আটক ১

ওয়াশিংটন ডিসির ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির হেডকোয়ার্টারের কাছ থেকে ধারালো অস্ত্র ও ছোঁড়াসহ এক ব্যক্তিতে আটক করেছে ক্যাপিটল পুলিশ। ওই সন্দেহভাজন ব্যক্তিকে ক্যাপিটল ভবনের দুই ব্লক দূরে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ওই গাড়িতে স্বস্তিক চিহ্নসহ বিভিন্ন উগ্রবাদী প্রতীক আঁকা ছিল। ওই ব্যক্তিকে যখন পুলিশ আটক করে তখন সে টহলের দাবি করে এবং উগ্র শ্বেতাঙ্গবাদী কথা বলছিল। আসন্ন একটি ডানপন্থি র‍্যালিতে সহিংসতার আশঙ্কার আগে এই ঘটনা ঘটেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ক্যাপিটল পুলিশ জানায়, ডোনাল্ড ক্রেইগহেড নামের ৪৪ বছর বয়েসী ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দাকে আটক করা হয়। তার গাড়িতে বিভিন্ন উগ্রবাদী চিহ্ন আঁকা ছিল এবং নাম্বার প্লেটের স্থানে আমেরিকান পতাকা আঁকা ছিল৷ পরে গাড়ি তল্লাশী করে একাধিক ধারালো অস্ত্র, দা ও বেয়নেট উদ্ধার করে পুলিশ। এসব কিছুই ওয়াশিংটন ডিসিতে নিষিদ্ধ করা হয়েছে। তবে ক্রেইগহেইড কোনো হামলার পরিকল্পনা করছিল কী না, নাকি আসন্ন সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তার, এই বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এলএবাংলাটাইমস/ওএম