আমেরিকা

অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের পুনর্মিলনের নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে

সেন্ট্রাল আমেরিকার অভিবাসীদের তাদের সন্তানদের সাথে আইনিভাবে একত্র করার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় নতুন আবেদন গ্রহণ শুরু করেছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্টেট ডিপার্টমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। দ্য সেন্ট্রাল আমেরিকান মাইনরস (সিএএম) প্রোগ্রামের আওতায় এল সেলভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাসে যেসব শিশু সহিংসতার শঙ্কায় আছে, তারা যুক্তরাষ্ট্রে থাকার জন্য আবেদন করতে পারবে। ওবামা প্রশাসন আমলে চালু হওয়া এই প্রোগ্রাম ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চলেছে। পরে ডোনাল্ড ট্রাম্প এই প্রোগ্রাম বন্ধ করে দেয়৷ ইউএস স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মারতা ইয়থ বলেন, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ৩ হাজার আবেদন স্থগিত করে দিয়েছিল। পরে মার্চে এই সিএএম প্রোগ্রাম আবার চালু হয় ও ১ হাজার ৪০০টি আবেদন চালু করা হয়। মঙ্গলবার থেকে এই প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে ঠিক কতোজন বাসিন্দা আবেদন করবে, সেটি এখনো নিশ্চিত নয়। স্টেট ডিপার্টমেন্ট জানায়, নতুনভাবে লাখখানেক আবেদন পরার সম্ভাবনা আছে। সেন্ট্রাল আমেরিকার দেশ হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সেলভাদর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে মানুষের ঢল নেমেছে ম্যাক্সিকো সীমান্তে। এর মধ্যে অনেকেই হতদরিদ্র অবস্থা কাটাতে এবং গ্যাং ভায়োলেন্স থেকে মুক্তি পেতে নিজ দেশ ছেড়েছে। এলএবাংলাটাইমস/ওএম