আমেরিকা

ইউএস-ম্যাক্সিকো সীমান্তে আবারো মানুষের ঢল, মানবতা সংকট

সাম্প্রতিক কয়েক দিনে ইউএস-ম্যাক্সিকো বর্ডারে প্রায় ১০ হাজার অভিবাসী প্রত্যাশী বাসিন্দা জড়ো হয়েছে। এর ফলে আবারো সৃষ্টি হচ্ছে মানবতা সংকট। টেক্সাসের ডেল রিও ও ম্যাক্সিকোর কিউড্যাড আকুনার সংযোগ ব্রিজের নিচে এসব অভিবাসীরা জড়ো হচ্ছেন। সেখানে সাময়িক তাঁবু স্থাপন করে অভিবাসী প্রত্যাশীরা থাকছে। অভিবাসীদের বেশিরভাগই হাইতি থেকে আগত। তারা রিও গ্রান্ডে পার হয়ে এখানে এসে ব্রিজের নিচে নোংরা অবস্থায় থাকছে। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় বসার পর থেকেই সীমান্ত এলাকায় অভিবাসীর চাপ সৃষ্টি হবে। সরকারি জরিপে দেখা গেছে, গত ২১ বছরে এই প্রথম জুলাই মাসে ইউএস-ম্যাক্সিকো সীমান্ত থেকে অভিবাসী আটকের সংখ্যা ২ লাখ অতিক্রম করেছে। গত মাসে ম্যাক্সিকান সীমান্ত থেকে ১ লাখ ৯৫ হাজার অভিবাসী প্রত্যাশীকে আটক করা হয়েছে। বুধবার এক প্রকাশিত সরকারি জরিপ এই তথ্য জানিয়েছে। ২০১৯ সালের আগস্ট মাসে আটকের সংখ্যা ছিল ৫১ হাজার। আগত অভিবাসীদের মধ্যে বেশিরভাগ হাইতির বাসিন্দা হলেও কিউবান, ভেনেজুয়েলা, নিকারাগুয়ানস এর বাসিন্দারাও ছিল। মূলত দক্ষিন দিক থেকে হাইতির বড় বাসিন্দাদের অংশ সীমান্তে আসছে। এর মধ্যে ২০১০ সালের ভূমিকম্পের পর অনেকেই ব্রাজিল এবং সাউথ আমেরিকার অন্যান্য দেশে চলে এসেছিল। ডেল রিওর মেয়র ব্রুনো লজানো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ডেল রিও ইন্টারন্যাশনাল ব্রিজের নিচে অন্তত ১০ হাজার ৫০০ জন অভিবাসী ছিল। এলএবাংলাটাইমস/ওএম