আমেরিকা

'বিশ্ব মোড়লের ভূমিকায় ফিরবে যুক্তরাষ্ট্র'- জাতিসংঘ অধিবেশনে বাইডেন

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এই প্রথমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, 'এই বিশ্ব একটি চূড়ান্ত নির্ণায়ক দশকের ক্রান্তিলগ্ন পার করছে'। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি বিশ্বের অন্যান্য মিত্র দেশগুলোর সাথে একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং ফ্রান্সের সাথে সাবমেরিন চুক্তি নিয়ে চাপের মুখে আছে যুক্তরাষ্ট্র। এরই প্রাক্কালে তিনি বিশ্বের অন্যান্য দেশের সাথে একত্র হয়ে সংকট মোকাবিলার আশ্বাস দেন। একই সাথে গ্লোবাল লিডারশিপ বা বিশ্ব মোড়লের ভূমিকায় আবারো যুক্তরাষ্ট্র তার পুরানো স্থান উদ্ধার করবে বলেও আশা প্রকাশ করেন বাইডেন। তিনি বলেন, 'আমাদের উচিত একত্রে কাজ করা, যা আগে কখনো হয়নি'। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম আসর এবার বসেছে নিউ ইয়র্কে। এবারের আলোচনায় প্রাধান্য পায় জলবায়ু পরিবর্তন এবং করোনা মহামারি সংকট। এই দুইটি ইস্যুতেই দ্বিধাবিভক্ত রয়েছে পৃথিবী। প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের অন্যান্য দেশের সাথে একত্রে কাজ করার আহবান জানিয়ে বলেন, 'আমাদের সাফল্য হলো অন্য দেশগুলোর সাফল্য নিশ্চিত করা'। চীনের সাথে যুক্তরাষ্ট্রের চলমান সংকট বিষয়ে জো বাইডেন বলেন, 'যুক্তরাষ্ট্র কোনো কোল্ড ওয়ার শুরু করতে চাইছেনা কিংবা বিশ্বের দেশগুলোর মধ্যে কোনো বিভক্তি চাইছেনা'। তবে তিনি বলেন, 'যেকোনো হামলা থেকে যুক্তরাষ্ট্র নিজেদের, মিত্রদের এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো শক্ত হাতে প্রতিহত করবে'। সেই সাথে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে সাফাই গেয়েছেন জো বাইডেন৷ এই বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরের অনেক মিত্রদেশ সমালোচনা করেছিলেন। প্রেসিডেন্ট এই প্রসঙ্গে বলেন, 'মিলিটারি ক্ষমতা আমাদের সর্বশেষ অবলম্বন হওয়া উচিত'। এলএবাংলাটাইমস/ওএম