আমেরিকা

যুক্তরাষ্ট্রে আবার বাড়ছে বেকারত্বের হার

টানা দ্বিতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রে বেড়েছে কর্মহীন ভাতার আবেদন সংখ্যা। গত সপ্তাহে ৩ লাখ ৫১ হাজার বাসিন্দা কর্মহীন ভাতার জন্য আবেদন করেন। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে চাকরির বাজারে সাময়িক মন্দাবস্থা দেখা দিয়েছে। এর কারণেই আবারো কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) লেবার ডিপার্টমেন্ট সূত্র জানায়, গত সপ্তাহের থেকে কর্মহীন আবেদন বেড়েছে ১৬ জন। চলতি সপ্তাহের শুরুর দিকে ৯ লাখ মানুষ কর্মহীন ভাতার আবেদন করে। তবে ধীরে ধীরে আবার অর্থনীতির চাকা সচল হওয়ায় কমতে থাকে কর্মহীন মানুষের সংখ্যা। অর্থনীতিবিদেরা বলছেন, আপাতদৃষ্টিতে কর্মহীন মানুষের সংখ্যা কমলেও এখনো করোনা পূর্ববর্তী সময়ের তুলনায় এটি অনেক বেশি। মার্চ ২০২০ সালের আগে সপ্তাহে গড়ে ২ লাখ ২০ হাজার মানুষ কর্মহীন ছিল। এই বছরে প্র‍তি মাসে গড়ে ৫ লাখ ৮৫ হাজার মানুষ নতুন করে চাকরিতে ঢুকেছে। তবে আগস্ট মাসে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ শুরু হওয়ায় চাকরিতে প্রবেশ সংখ্যায় ছেদ পরে। গত মাসে রেস্টুরেন্ট ও বার থেকে ৪২ হাজার কর্মী ছাঁটাই হয়েছে। সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত ২ দশমিক ৮ মিলিয়ন মার্কিনী কর্মহীন ভাতা গ্রহণ করেছে। এর আগের সপ্তাহ থেকে সংখ্যাটি ১ লাখ ৩১ হাজার বেশি। এই মাসের শুরুতে ৮০ লাখ মানুষের কর্মহীম ভাতা বন্ধ হয়ে গেছে। দুইটি ফেডারেল প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ায় যারা ছয় মাস যাবত কর্মহীন ছিল ও যারা ফ্রি ল্যান্সিং কর্মী ছিল, তাদের ভাতা প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়। এলএবাংলাটাইমস/ওএম