আমেরিকা

ক্যাপিটল হিলে হামলা: ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের তলব

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক মিত্রদের প্রথমবারের মতো তলব করেছে ক্যাপিটল হিল ঘটে যাওয়া হামলার তদন্তকারী কমিটি।  ডেমোক্রেটিক-নিয়ন্ত্রিত ওই তদন্ত কমিটি তথ্য-উপাত্ত চেয়েছেন ও মধ্য-অক্টোবরে সাক্ষ্য দিতে তাদের ডাকা হয়েছে। তলবকৃতদের মধ্যে মার্ক মিয়াডোস এবং স্টিভ বেনোন আছেন। তদন্ত কমিটির চেয়ারম্যানের লিখিত এক চিঠিতে লেখা হয় যে, '২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দিতে ওই ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল'। ক্যাপিটল হিলে হামলার পেছনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কেমন ছিল- সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত কমিটি ট্রাম্পের প্রথম যে চারজন মিত্রদের তলব করেছেন, তারা হলো- হোয়াইট হাউজ চিফ অব স্টাফ মার্ক মিয়াডোস, ট্রাম্পের সাবেক উপদেষ্টা বেনোন, সাবেক ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো এবং সাবেক পেন্টাগন চিফ অব স্টাফ কেশ্যপ প্যাটেল। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক চিঠিতে কমিটি উল্লেখ করে, 'কমিটি ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলার প্রেক্ষাপট, কারণ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বিষয়ে প্রাপ্ত বাধার তদন্ত করছে'। এলএবাংলাটাইমস/ওএম