ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য দেশটিকে ১০০ কোটি ডলার দিবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিল কংগ্রেসের নিম্নকক্ষে পাশ করা হয়েছে।
বিলটির পক্ষে ৪২০ জন ও বিপক্ষে ৯ জন ভোট দিয়েছেন। ৯ জনের মধ্যে ৮ জন ডেমোক্রেট ও ১ জন রিপাবলিকান। বিলটি প্রথম উত্থাপন করা হলে, ক্ষমতাসীন ডেমোক্রেটদের অনেকেই এর বিরোধিতা করে। তাঁরা বলে, ইসরায়েল তাদের সামরিক শক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের মানবাধিকার ক্ষুন্ন করে। কিন্তু মধ্যপন্থী ডেমোক্রেট ও রিপাবলিকানরা এই বিলকে সমর্থন জানান।
গত মে মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এসময় হামাসের নিক্ষেপকৃত কয়েকটি রকেট আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের ভূখন্ডে আঘাত হানে। এতে আয়রন ডোমের কার্যকরীতা নিয়ে প্রশ্ন তোলা হয় ও ইসরায়েলের পশ্চিমা মিত্ররা উদ্বেগ প্রকাশ করে। তারই পরিপ্রেক্ষিতে, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়।
প্রস্তাবটি এখন কংগ্রেসের উচ্চ কক্ষস্তরে তোলা হবে। ধারণা করা হচ্ছে, প্রস্তাবটি সেখানেও পাশ হবে।উচ্চকক্ষের ভোটাভোটির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ