আমেরিকা

১৫০ হাজার কোটি ডলারে সব চাহিদা পূরণ হবে না: প্রমিলা জয়পাল

রবিবার (৩ অক্টোবর) হাউজ প্রগেসিভ ককাস চেয়ারের প্রমিলা জয়পাল জানান যে ১৫০ হাজার কোটি ডলারের অর্থনৈতিক বিলটি সব চাহিদা পূরণ করতে সক্ষম হবে না। তবে তিনি ২১০ হাজার কোটি টাকার অর্থনৈতিক বিলটির পক্ষে বা বিপক্ষে কিছু বলেননি। জয়পাল বলেন, ‘ওই বিল পাস হচ্ছে না। ওই পরিমাণ অর্থ দিয়ে আমরা সব চাহিদা পূরণ করতে পারবো না। সব চাহিদা পূরণ করার জন্য ১৫০-৩৫০ হাজার কোটি ডলারের মাঝামাঝি অর্থ প্রয়োজন। ওয়াইট হাউজ বর্তমানে এটিকে লক্ষ্য রেখেই কাজ করছে।‘ হাউজ স্পিকার ন্যন্সি পেলোসি বিগত সপ্তাহে ১০০ হাজার কোটি ডলারের কাঠামোগত বিলটি সিনেটে পেশ করতে দেরি করেন। এখন এই বিলটি নিয়ে আলোচনা চলছে। এই সপ্তাহে জুলাই মাসের একটি নথি চারদিকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় যে মানচিন বিলটিতে সর্বোচ্চ ১৫০ হাজার কোটি ডলার দেখতে চেয়েছিলেন। তিনি ১ অক্টোবরের পূর্বে বিতর্ক শুরু করতে চাননি। এলএবাংলাটাইমস/এমডব্লিউ